আ্যক্সিস, আইসিআইসিআই-সহ পাঁচটি ব্যাংককে মোটা অঙ্কের জরিমানা করল রিজার্ভ ব্যাংক

নিজস্ব প্রতিবেদন: অ্যাক্সিস, আইসিআইসিআই, ব্যাংক অফ বরোদা- সহ মোট পাঁচটি ব্যাঙ্ককে মোটা অঙ্কেরর জরিমানা করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

অর্থনীতি

5/8/20251 min read

নিজস্ব প্রতিবেদন: অ্যাক্সিস, আইসিআইসিআই, ব্যাংক অফ বরোদা- সহ মোট পাঁচটি ব্যাঙ্ককে মোটা অঙ্কেরর জরিমানা করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

জানা গিয়েছে, সঠিক নীতি না মানার জন্যই এই শাস্তি। কেওয়াইসি, ক্রেডিট ও ডেবিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড, ফিনান্সিয়াল ও কাস্টমার সার্ভিসের মতো গুরুতর অভিযোগ রয়েছে এক একটি ব্যাংকের বিরুদ্ধে। অভিযোগ এক এক রকমের।

অ্যাক্সিস ব্যাংককে ২৯.৬০ লক্ষ, আইসিআইসিআই ব্যাংককে ৯৭.৮০ লক্ষ, ব্যাংক অফ বরোদাকে ৬১.৮০ লক্ষ ও আইডিবিআই ব্যাংককে ৩১.৮ লক্ষ, ব্যাংক অফ মহারাষ্ট্রকে ৩১.৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।