বিশ্ব হাসি দিবসে রক্তদান উৎসব
বিশ্ব হাসি দিবসে মুমূর্ষুর মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাব অফ মেদিনীপুরের পরিচালনায় ও রসকুণ্ডু সবুজ সঙ্ঘের সহযোগিতায় রসকুণ্ডু বাবা বসন্তরায় মন্দির প্রাঙ্গণে এক রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় ।
রাজ্য
5/8/20251 min read


নিজস্ব সংবাদদাতা:
বিশ্ব হাসি দিবসে মুমূর্ষুর মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাব অফ মেদিনীপুরের পরিচালনায় ও রসকুণ্ডু সবুজ সঙ্ঘের সহযোগিতায় রসকুণ্ডু বাবা বসন্তরায় মন্দির প্রাঙ্গণে এক রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় ।
রক্ত সংগ্রহ করে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এবং লায়ন্স ব্লাড সেন্টার, কলকাতা ।
রক্তদান উৎসব কর্মসূচিটি আক্ষরিক অর্থেই এক উৎসবে পরিণত হয় । সাধারণ মানুষের উৎসাহ ও উচ্ছ্বাসে রসকুণ্ডু বাবা বসন্তরায় মন্দির প্রাঙ্গণ যেন মেলার আকার ধারণ করে ।
রক্তদান শিবিরে ১১৮ জন রক্তদান করেন ।
রক্তদানে উদ্বুদ্ধ করতে মনোমুগ্ধকর ভাষণ দেন মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর ।
শিবিরের নিখুঁত ব্যবস্থাপনায় রসকুণ্ডু সবুজ সঙ্ঘের সম্পাদক অজিত রায় সহ ক্লাব সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।
লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর এই লায়ন বর্ষে তিনটি রক্তদান শিবিরের আয়োজন করেছে ।
রক্তদান উৎসব পরিচালনায় সক্রিয় ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেন - লায়ন্স ক্লাব অফ মেদিনীপুরের সভাপতি রাজপ্রসাদ মাহাতো, সম্পাদক সমীর রঞ্জন মণ্ডল, সদস্য শিবপ্রসাদ সেন, অমিতাভ দাস, সমর ঘোষ, অরুণিমা আহমেদ ও অভিজিত ব্যানার্জী, ভবানী শংকর চন্দ ও পিনাক চক্রবর্তী প্রমুখ।