শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নদীয়ার বহু কৃষক
শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলের জমির ফসল। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাঁসখালি ও কৃষ্ণনগর-১ ব্লকের কৃষকরা।
রাজ্য
5/8/20251 min read


নিজস্ব সংবাদদাতা:
শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলের জমির ফসল। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাঁসখালি ও কৃষ্ণনগর-১ ব্লকের কৃষকরা।
জেলা কৃষি দফতর সূত্রে খবর, প্রায় ১৬৮৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। জেলা কৃষি উপ অধিকর্তা জানিয়েছেন, শিলা বৃষ্টির ক্ষয়ক্ষতি দেখতে বিভিন্ন জমি পর্যবেক্ষণ করা হয়েছে তাঁর আশ্বাস, ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বীমা প্রকল্পে ক্ষতিপূরণ পাবে। জানা গিয়েছে, সব থেকে বেশি ক্ষতি হয়েছে ধান ও তিল, পাটের।