রশ্মিকা ও বিজয়ের প্রেম কী অতীত! ইনস্টাগ্রামে কিসের ইঙ্গিত?
নিজস্ব প্রতিবেদন: সিনেদুনিয়ায় কী তবে ফের বিচ্ছেদ! এবং তা নাকি জনপ্রিয় তারকা জুটি রশ্মিকা মান্থানা ও বিজয় দেবরাকোন্ডার জীবনে! রবিবাসরীয় সকালে তা নিয়েই সরগরম বিনোদনের খবর! বিজয় দেবরকোন্ডা এবং তাঁর চর্চিত প্রেমিকা রশ্মিকার প্রেম নাকি ভেঙে গিয়েছে! ইনস্টাগ্রামে বিজয় নাকি আর অনুসরণ করছেন না রশ্মিকাকে।
বিনোদন
5/8/20251 min read


নিজস্ব প্রতিবেদন:
সিনেদুনিয়ায় কী তবে ফের বিচ্ছেদ! এবং তা নাকি জনপ্রিয় তারকা জুটি রশ্মিকা মান্থানা ও বিজয় দেবরাকোন্ডার জীবনে! রবিবাসরীয় সকালে তা নিয়েই সরগরম বিনোদনের খবর! বিজয় দেবরকোন্ডা এবং তাঁর চর্চিত প্রেমিকা রশ্মিকার প্রেম নাকি ভেঙে গিয়েছে! ইনস্টাগ্রামে বিজয় নাকি আর অনুসরণ করছেন না রশ্মিকাকে।
বিজয় বা রশ্মিকা প্রকাশ্যে কেউ কোনওদিন স্বীকার না করলেও 'ডিয়ার কমরেড' জুটির বাস্তবের প্রেম বিনোদন জগতের ওপেন সিক্ট্রেট। গুঞ্জন শুরু হয়েছিল অনেক আগেই। চলতি বছরের শুরুতেই দক্ষিণী নায়ক ঘোষণা করেন তিনি আর সিঙ্গেল নন। যদিও তাঁর 'মিঙ্গেল' সঙ্গিনীর নাম তিনি জানাননি। তাৎপর্যপূর্ণ ভাবে তা রশ্মিকা বলেই আন্দাজ করে নেন অনুরাগীরা। বিভিন্ন সময়ে সমাজমাধ্যমে তাঁদের দেওয়া ছবি, পোস্ট থেকে আন্দাজ আরও দৃঢ় হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছেন তারকা জুটি। কিন্তু আচমকাই ছন্দপতন। দেখা যাচ্ছে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রশ্মিকাকে আর অনুসরণ করছেন না বিজয়। তারপরেই শুরু হয়েছে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। যদিও নায়িকা এখনও নায়ককে সমাজমাধ্যমে অনুসরণ করছেন।