IPL 2025: ইডেনে রাসেল ঝড়! ১ জিতেও কেকেআর দেখছে প্লে-অফের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদন: রবিবাসরীয় ইডেনে রাসেল ঝড়! অনেকদিন পর ‘দ্য মাইটি নাইট’-এর তান্ডবের সাক্ষী থাকলো কলকাতাবাসী। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১ রানে জিতে প্লে অফের আশা জিইয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স।

খেলা

5/8/20251 min read

নিজস্ব প্রতিবেদন:

রবিবাসরীয় ইডেনে রাসেল ঝড়! অনেকদিন পর ‘দ্য মাইটি নাইট’-এর তান্ডবের সাক্ষী থাকলো কলকাতাবাসী। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১ রানে জিতে প্লে অফের আশা জিইয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স।

কলকাতার আকাশে রবিবার সন্ধ্যায় অল্প মেঘ জমেছিল। আশঙ্কা ছিল কালবৈশাখীর। ঝড় উঠেছিল, ইডেনের ময়দানে। ঝড়ের নাম আন্দ্রে রাসেল। গোটা মরশুম রান পাননি তিনি। বল হাতে কিছুটা ভালো প্রদর্শন করলেও কেকেআর সমর্থকদের প্রত্যাশা ঠিক পূরণ করতে পারছিলেন না তিনি। কিন্তু তাঁর উপর আস্থা হারায়নি কেকেআর ম্যানেজমেন্ট। অবশেষে প্রতিদান মিললো। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ২৫ বলে ৬টি ওভার বাউন্ডারি সহ ৫৭ রানের অপরাজেয় ইনিংস খেলে কেকেআর কে টপকে দিলেন ২০৬ রানে।

অন্যদিকে এইদিন বিস্ময় বালক বৈভবের ব্যাট থেকে আসেনি রান। পর পর উইকেট হারিয়ে রাজস্থান যখন ধুঁকছে, হাল ধরলেন ক্যাপ্টেন রিয়ান পরাগ। এতদিন ব্যাটে বলে নিশ্চুপ থাকা রিয়াগ রুদ্রমূর্তি নিলেন। দু’ওভারে মাত্র ১১ রান দেওয়া মইন আলির পর পর ৫টি বলে মারলেন ৫টি ওভার বাউন্ডারি। যদিও অযথা তুলে মারতে গিয়ে উইকেট হারালেন তিনি। তাঁর ৪৫ বলে ৯৫ রানের ইনিংস ব্যর্থ হল। ১ রানে ম্যাচ হারলো রাজস্থান। ফলে এখনও টিকে রইলো কেকেআর-এর প্লে-অফের স্বপ্ন।