ফুড়ুৎ- আকাশ রায়
কবিতা তুমি ধীর নিঃশ্বাসে ভেসে যাও সমুদ্র স্নানে কতো কতো ঢেউ মরে তোমার শরীরে নোনাজল পাক খায়,এ নেশা চেনা ছক। এ আগুনখেলায় তুমি মৃত্যু বাজাও উদ্দাম স্বর-ভাঙা বেলা পড়ে এলে তোমার এ খেলা শেষ শুনেছি বোবা শরীরে উত্তাপ ফুটে ওঠে
সৃজন
5/8/20251 min read


কবিতা
তুমি ধীর নিঃশ্বাসে ভেসে যাও সমুদ্র স্নানে
কতো কতো ঢেউ মরে তোমার শরীরে
নোনাজল পাক খায়,এ নেশা চেনা ছক।
এ আগুনখেলায় তুমি মৃত্যু বাজাও উদ্দাম
স্বর-ভাঙা বেলা পড়ে এলে তোমার
এ খেলা শেষ
শুনেছি বোবা শরীরে উত্তাপ ফুটে ওঠে
বসন্ত কোকিলের সাথে ফিরিয়ে দেবো তোমাকে
তোমাকে উড়িয়ে দেবো হাওয়ায় হাওয়ায়
প্রতিমা নিরঞ্জনের সুর ভেসে যাবে ঢেউয়ের কানে
তোমাকে চিঠি লেখার অভিনয় করতে হবে না আর।
রাজনীতি শেষে পড়ে থাকা শ্মশানের মতো তুমি হাওয়ায় মিলিয়ে যাবে।
আমি তোমায় উড়িয়ে দেবো আজানের সুরে
তুমি এক প্রাণহীন জ্যোৎস্না
তোমাকে পুতুল বানিয়ে নাচায় কবিতার ছন্দ
মাত্রাবৃত্তে-স্বরবৃত্তে তুমি ছক ভেঙে দাও প্রতিবার
আমি এক সাপুড়ে স্বয়ং
তোমাকে বিনাহত করে ঘুমিয়ে রাখব
আজন্মকাল
তুমি আসলে মোমের কান্না।তুমি ফুড়ুৎ