দু'টি কবিতা - শ্যামশ্রী রায় কর্মকার

সৃজন

5/18/20251 min read

১. ছায়াবিরলের নক্সীকথা

কী কথা বলব সুরান্ধকারে

কথা তো শিখিনি, যত জানি গান

হৃদি উদ্যান শূন্যতাভারে আধেকটি নত

নির্বাকব্রত অশ্রুতাপিত বহু উপচারে

আহাটি বুলাই এখানে ওখানে

যেখানে যেখানে দেখি শোকতাপ

বন্ধুত্বের দেহে পোড়া ক্ষত

সম্পর্কের যত অনুতাপ

টুকরো টুকরো ঘরদেওয়ারিরা

ছড়িয়ে গিয়েছে যেন ভাঙা চাঁদ

সূঁচে মায়া ভরে জুঁইফোঁড়ে জুড়ি

চাঁদের কাঁথাটি নক্সী উঠান

জোছনা শুয়েছে মেলে এলো চুল

সদ্যপ্রসবা, কোলের শিশুটি

হামা টানে, দ্যাখো দুধে ভেসে যায়

পৃথিবী আমার, শস্যের গান

২. শব্দ ও কবিতা

সমস্ত কবিতাই কলমের মুখে এসে থমকে দাঁড়ায়

শব্দের এই সীমিত শরীর

কোন পাত্রে ভরে দেবে তাদের অকূল

ওই যে ছেলেটি

তার বাড়ির বারান্দা থেকে ডাকে

মা!

শব্দটি ছাপিয়ে তার আর্তি দিকে দিকে বয়ে যায়