চলচ্চিত্র পাগলদের দৃষ্টান্ত 'ম্যাডলি ফিল্মি'

বিনোদনরাজ্য

5/20/20251 min read

নিজস্ব প্রতিনিধি: সকলেই চলচ্চিত্র পাগল। তাই তাদের প্রোডাকশনের নামটাও 'ম্যাডলি ফিল্মি এন্টারটেইনমেন্ট'। তাঁরা বিশ্বাস করেন, 'বর্ন ফর ফিল্ম' (Born For Film) মূল মন্ত্রে। সংস্থার কর্ণধার রাজা মুখার্জি। তাঁর প্রোডাকশন হাউসে যুক্ত হওয়ার শর্ত, সিনেমা পাগল হওয়া। প্রয়োজন নেই টাকার। স্বপ্ন দেখে তিনি ও তাঁর 'স্বপ্নের ঘর' ইতিমধ্যেই ছয়টি আন্তর্জাতিক পুরস্কার সহ অর্জন করেছে।

পরিচালক রাজা নিজেই লেখেন স্ক্রিপ্ট। তারপর সকলকে নিয়ে করান ওয়ার্কশপ। শেখান চলচ্চিত্রের খুঁটিনাটি। তাঁর দলে যোগ দিয়েছেন বিভিন্ন জায়গা ও বিভিন্ন বয়সের মানুষ। ছোট ও বড়-এখানে সকলেই সমান। সকলে মিলেই মহানগরের করুণাময়ী ঘাট রোডের স্টুডিওতে মেতে যান কাজে।

তবে এই সিনেমা পাগল মানুষেরা আর ছোটেন না প্রযোজক খুঁজতে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অনেক প্রযোজকের বিভিন্ন রকম দাবি দেওয়া থাকে। যা মানা সম্ভব হয় না। তাই এখানে যেসব চলচ্চিত্র বা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয় তার বেশির ভাগই হয় ক্রাউড ফান্ডিং করে।

রাজা জানালেন, এভাবেই 'প্যারাডক্স- এ ট্রান্স রিয়েলিটি', 'হোয়াইট রেড ব্ল্যাক', 'অবাঞ্ছিত- দ্য আনওয়ান্টেড' আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তাঁরা।

বর্তমানে কাজ চলছে, 'দাদা একটু সরে বসুন', 'নেভার সে, নেভার ড্রিম', 'দহন', 'অসতী' নামের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও ওয়েব সিরিজ 'শিক্ষা'র।

সুপ্রিয় বসাক, পর্ণা মণ্ডল, শিখা সাহা, কৃষ্ণা মিত্র, কল্যাণ সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক বসু, সুদীপ্ত ঘোষ, মৌসুমী ঘোষ, সুরঞ্জন ঘটক, মিতা চক্রবর্তী, অনুপম চক্রবর্তী, সুকৃতী, তমাল, স্পর্শ, মিতা, রাজেশ, সুপ্রভাত, শুভ-র মতো মোট ২৪ জন মেতে উঠেছেন কাজে। এটাই যে তাঁদের স্বপ্ন। কারও ভালো লাগে স্ক্রিপ্ট লিখতে, কারও বা গান, কারও অভিনয়ে ইচ্ছে। আবার কেউ এডিট বা ক্যামেরায় থাকতে চান। সেই কাজই এখানে শিখে নেওয়া যায় শুধুমাত্র ভালোবেসে। আর এভাবেই স্বপ্নকে বাঁচিয়ে রেখে এগিয়ে যাওয়া।

স্টুডিওতে সদস্যরা।- নিজস্ব চিত্র।